Monday, December 08, 2008

ত্যাগেই খুশি

দুম্বা কিম্বা গরু খাশি
চলছে জবাই রাশি রাশি।
কোথায় হাসি কোথায় খুশি?
ত্যাগের একোন্ বাজছে বাশি?
ভোগের মোহে সুখ বিলাসী
বুঝবেনা এর কম বা বেশী।
ত্যাগেই খুশি ত্যাগেই হাসি
জানুক সকল বিশ্ববাসী।

No comments: